ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জাল সনদে চাকরির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান

জাল সনদে চাকরির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ জানুয়ারি) দুদকের একটি দল বিশ্ববিদ্যালয়ে এসে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে।

দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, কমিশনের নির্দেশনায় আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জাল সনদে চাকরির অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে এসেছি। ইতোমধ্যে শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছাঃ ইরিনা নাহারের স্নাতকোত্তর সনদ জাল বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের অন্যান্য শিক্ষাগত সনদ সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জাল সনদে চাকরি,বেরোবি,দুদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত