‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই স্লোগানে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাটি ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ কুড়াচ্ছে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম নূর। এতে খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা পেয়েছেন অভিনেতা জাহিদ হাসান।
তবে ছবির মুক্তির সময় অসুস্থ থাকায় হলের পরিবেশে নিজের কাজ উপভোগ করতে পারেননি তিনি। ঈদের আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সুস্থ হয়ে গতকাল (বুধবার) প্রথমবারের মতো দর্শকদের সঙ্গে বসে প্রেক্ষাগৃহে দেখেছেন ‘উৎসব’। এ উপলক্ষে সিনেমা প্রদর্শনের আগে কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও।
এ সময় আবেগাপ্লুত জাহিদ হাসান বলেন, “আজকে (বুধবার) আমার ঈদ। কারণ ঈদের দিনটা আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলাম। এর মধ্যেই আমার ছবি মুক্তি পেয়েছে। সাংবাদিকদের ধন্যবাদ জানাই, আপনারা ছবিটির কথা তুলে ধরেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি তখন শারীরিকভাবে খুব কষ্টে ছিলাম, কিন্তু আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার, পরিবার—সবার ভালোবাসা আমাকে মানসিকভাবে শক্তি দিয়েছে। আমি শান্তি পাচ্ছিলাম মনের ভেতর, কিন্তু শরীর মানছিল না। এই সময় আপনারা পাশে ছিলেন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
ভক্ত-দর্শকের ভালোবাসায় তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যে বলেন, “কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়। এটা কোনো অভিনয় না, একদম সত্যি জিনিস। আমি অনেক ছবি করেছি, জাতীয় পুরস্কারও পেয়েছি। কিন্তু ‘উৎসব’-এর মতো এমন অভিজ্ঞতা আর হয়নি। এত ক্যামেরা, এত ভালোবাসা—এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”
প্রসঙ্গত, ‘উৎসব’ সিনেমাটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।
এটি শুধু একটি চলচ্চিত্র নয়, জাহিদ হাসানের কাছে এটি যেন তার অভিনয় জীবনের এক আবেগঘন অধ্যায়।