অনলাইন সংস্করণ
১৭:০৫, ০৫ ডিসেম্বর, ২০২৫
পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে এতদিন যা শুধুই গুঞ্জন ছিল, এবার তা আনুষ্ঠানিক রূপ পেতে শুরু করেছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে এক কূটনৈতিক মধ্যাহ্নভোজে কেটি পেরিকে সঙ্গে নিয়ে হাজির হন ট্রুডো। সেই মুহূর্তের ছবি প্রকাশ হতেই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।
জাস্টিন ট্রুডো নিজেই এক্স প্ল্যাটফর্মে সেই ছবি ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, কেটি পেরি ও জাস্টিন ট্রুডো কিশিদা দম্পতির সঙ্গে দাঁড়িয়ে আছেন।
পোস্টে তিনি লেখেন, “কেটি এবং আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত।” ছবিতে কেটিকে দেখা যায় সবুজ রঙের দুই-টুকরার পোশাক, কালো টাইটস, টার্টলনেক এবং বুটসে। কিশিদা দম্পতির সঙ্গে পোজ দেওয়ার সময় তিনি ট্রুডোর পেছনে হাত রেখেছিলেন। ট্রুডো পরেছিলেন ধূসর রঙের স্যুট, যা তাকে আবারও রাষ্ট্রনায়কের পরিচিত ভাবমূর্তিতে হাজির করে।
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কিশিদা মন্তব্য করেন, “ধন্যবাদ, জাস্টিন। আপনার ও কেটির এই সফর শুভ হোক!”
পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেক নেটিজেন এটিকে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রেম ঘোষণাগুলোর একটি বলে উল্লেখ করেন। জানা যায়, টোকিওতে এই মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার জন্য কেটি পেরি সাময়িকভাবে তার ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট স্থগিত করেছিলেন।
কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত আরও আগে। গত জুলাইয়ে কানাডার মন্ট্রিয়ালের একটি নৈশভোজে দুজনকে প্রথম একসঙ্গে দেখা যায়। পরে ট্রুডো উপস্থিত ছিলেন কানাডায় কেটির হাউসফুল ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি কনসার্টেও।
সম্পর্কের এই নতুন অধ্যায়ের আগে দুজনই নিজেদের দীর্ঘ প্রেম–অধ্যায় থেকে বিচ্ছেদ ঘটিয়েছেন। সাত বছরের সম্পর্ক এবং ছয় বছরের বাগদানের পর চলতি বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন কেটি পেরি।
২০১৬ সালে শুরু হওয়া তাদের প্রেম থেকে ২০২০ সালের আগস্টে জন্ম নেয় তাদের মেয়েসন্তান ডেইজি ডোভ। একটি সূত্র জানিয়েছে, তারা বন্ধুত্বপূর্ণভাবে সন্তানের যৌথ অভিভাবকত্ব বজায় রাখছেন।
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান—১৭ বছর বয়সী জাভিয়ের, ১৬ বছর বয়সী এলা-গ্রেস এবং ১১ বছর বয়সী হাড্রিয়েন।