মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, ফিলিস্তিনিদের গাজা ছাড়তে হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, গাজাবাসীদের সামনে বিকল্প কোনো পথ নেই।
ট্রাম্প আরও বলেন, গাজা এখন বসবাসের অনুপযোগী এবং এটি "জাহান্নামে" পরিণত হয়েছে। তিনি মনে করেন, গাজাবাসীদের জন্য নতুন বাসস্থান বরাদ্দ করা হলে তারা গাজায় ফিরে যেতে চাইবে না।
ট্রাম্পের এই বক্তব্যকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠন বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনিদের মাতৃভূমি মুক্ত করার অধিকার অস্বীকার করার ষড়যন্ত্র করা হয়েছে।
হামাস আরো বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গত ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা।
হামাস নেতা সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, আমরা ট্রাম্পের বক্তব্যকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি করার একটি রেসিপি মনে করছি। গাজায় আমাদের জনগণ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না।
হামাসের মতে, ইসরায়েল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে জনগণকে উচ্ছেদের চেষ্টা করছে। তবে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে রয়ে যাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে।