ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে ট্রেন থেকে তিন শতাধিক জিম্মি উদ্ধার, নিহত ৩৩ জঙ্গী

পাকিস্তানে ট্রেন থেকে তিন শতাধিক জিম্মি উদ্ধার, নিহত ৩৩ জঙ্গী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি কর্তৃক (বিএলএ) দখলকৃত যাত্রীবাহী ট্রেনটি থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। বাকি জিম্মিদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

অভিযান শুরু হওয়ার আগে বিএলএ ২১ জন সাধারণ নাগরিক এবং চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন।

ট্রেন ছিনতাইয়ের ঘটনায় ৭০ থেকে ৮০ জন হামলাকারী জড়িত বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৩৭ জনকে আহত অবস্থায় পাওয়া যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ওই এলাকায় আরও অনুসন্ধান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, যেন আর কোনো হুমকি থাকলে তা নির্মূল করা যায়।

আবা/এসআর/২৫

পাকিস্তান,জঙ্গী,জিম্মি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত