ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শুক্রবার বেইজিংয়ে বৈঠক করবে চীন-ইরান-রাশিয়া

শুক্রবার বেইজিংয়ে বৈঠক করবে চীন-ইরান-রাশিয়া

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়া ও ইরানকে নিয়ে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে চীন। আগামী ১৪ মার্চ (শুক্রবার) বেইজিংয়ে পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১২ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘোষণা দেন। খবর রয়টার্স ও সিনহুয়ার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু বৈঠকের সভাপতিত্ব করবেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বেইজিংয়ে বৈঠকে যোগ দেবেন।

সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় একটি যৌথ নৌ মহড়াও করেছে।

চীনে নতুন করে আলোচনাটি এমন সময় ঘটছে, যখন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।

আবা/এসআর/২৫

বেইজিং,বৈঠক,চীন-ইরান-রাশিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত