পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯২ জন।
রোববার (২৫ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) প্রদেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের উচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রাদেশিক নিয়ন্ত্রণ কক্ষ এবং সব জেলা জরুরি অপারেশন কেন্দ্রগুলোকেও সতর্ক করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি এবং ঝুলন্ত তার থেকে নাগরিকদের সতর্ক ও দূরে থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
পাকিস্তানের প্রশাসনের বরাতে দ্য ডন জানায়, বেশিরভাগ মৃত্যু ঘরবাড়ি ধস আর নিরাপদ আশ্রয়ের অভাবেই হয়েছে। ঝড়ে অনেক কাঁচা ও পুরানো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে পাঞ্জাব প্রশাসন।