ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা নতুন করে ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করেছে এবং সেগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে।
হামলার পর ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থানের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
অন্যদিকে, একটি অসমর্থিত সূত্র দাবি করেছে, উত্তর ইসরায়েলে একটি ভারী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ধারাবাহিক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।