ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

জেনেভা বৈঠকের ফলাফল কী?

জেনেভা বৈঠকের ফলাফল কী?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপের তিন দেশ-যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকটি প্রায় তিন ঘণ্টা চললেও তাতে কার্যত কোনও অগ্রগতি হয়নি। বৈঠক শেষে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক লিখিত বিবৃতিতে জানান, যতদিন ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে, ততদিন কোনও ধরনের চুক্তির পরিবেশ তৈরি হবে না। এই বক্তব্যে তেহরানের দৃঢ় ও অনমনীয় অবস্থানই প্রতিফলিত হয়েছে।

বৈঠক শেষে ইউরোপীয় পক্ষের প্রতিনিধি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, ইউরোপ আলোচনার পথ সহজ করতে প্রস্তুত, তবে স্পষ্ট করে দেন, ইউরোপের অবস্থান যুক্তরাষ্ট্রের মতোই-ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। অথচ বহুদিন ধরেই ইরান এই বিষয়টিকে নিজেদের কৌশলগত ‘রেড লাইন’ হিসেবে চিহ্নিত করে আসছে।

বৈঠকে ইউরোপীয় পক্ষ আশ্বাস দিয়েছে, ইরানের জ্বালানি চাহিদা মেটাতে তারা সহায়তার জন্য প্রস্তুত। তবে বাস্তবতা হলো, যতক্ষণ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় না বসে, ততক্ষণ পর্যন্ত কোনও সমঝোতার বাস্তব সম্ভাবনা নেই। শুধু ইউরোপীয় মধ্যস্থতায় তেহরানকে টেবিলে আনা সম্ভব নয়, যা ইরানি কূটনীতিকদের মনোভাব থেকেই স্পষ্ট।

ফলে এই বৈঠককে অনেকে আখ্যা দিচ্ছেন 'আলোচনার জন্য আলোচনা'-যার বাস্তব কোনো ফলাফল নেই। বিশেষ করে যখন প্রতিদিনই বোমা হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত এবং সময়সীমার চাপ বাড়ছে, তখন কূটনৈতিক অচলাবস্থায় পড়ে সময় নষ্ট করা আসলে কার স্বার্থে তা নিয়েও প্রশ্ন উঠছে।

জেনেভা,বৈঠক,ফলাফল,ইরানের পররাষ্ট্রমন্ত্রী,যুক্তরাজ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত