ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না- এমনটাই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ বিষয়ে ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে পুতিনের এই মন্তব্য নতুন গুরুত্ব পাচ্ছে। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, মস্কো সবসময়ই বলে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য শান্তিপূর্ণ এবং এর পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই।
পুতিনের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ আল-জাজিরাকে বলেন, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে মস্কো মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং এতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি বলেন, সংঘাত প্রতিরোধে কূটনৈতিক পদক্ষেপই হতে পারে একমাত্র পথ।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের মন্তব্যকে খণ্ডন করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না- এ মন্তব্য ভুল। ট্রাম্পের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) বিষয়ে রাশিয়া ছিল অন্যতম আলোচক দেশ। শুরু থেকেই মস্কো উত্তেজনা নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছে।