ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সম্ভাব্য ৩ উত্তরসূরি নির্ধারণ খামেনির

সম্ভাব্য ৩ উত্তরসূরি নির্ধারণ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন শীর্ষ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন।

শনিবার (২১ জুন) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা (খামেনি) জানেন যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে তিনটি নাম জানিয়েছেন খামেনি। এরমধ্যে থেকে একজনকে উত্তরসূরি হিসেবে নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, খামেনির প্রস্তাব করা তিনটি নাম প্রকাশ করা হয়নি। তবে, দেশটির কর্মকর্তারা জানান, সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি প্রার্থীদের মধ্যে আলী খামেনির ছেলের নাম নেই।

ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত কয়েক মাস ধরে চলে। ধর্মগুরুরা তাদের নিজস্ব তালিকা থেকে নাম বেছে নেন।

কর্মকর্তারা বলছেন, দেশটি যেহেতু এখন যুদ্ধে লিপ্ত, তাই খামেনি চান তার উত্তরাধিকার ঠিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি নিশ্চিত করতে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন খামেনিকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে এবং তার মতে খামেনির মৃত্যু সংঘাতকে আরও বাড়াবে না, বরং তা শেষ করবে।

আবা/এসআর/২৫

উত্তরসূরি,খামেনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত