এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে এই পদক্ষেপ নিল দেশটি।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে এ তথ্য জানা যায়।
পার্লামেন্টে অনুমোদিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। এটি কার্যকরের দায়িত্ব নিরাপত্তা কাউন্সিলের। প্রয়োজন হলে এ অনুমোদন কার্যকর করা হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি।
উল্লেখ্য, ইরান নিয়ন্ত্রিত এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট ২০ শতাংশ বা ৫ ভাগের ১ ভাগ জ্বালানি তেল পরিবহন করা হয়ে থাকে। যা বন্ধ করা হলে মারাত্মক ধসের মুখে পড়বে বিশ্ব বাণিজ্য।