ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ বিভ্রাট

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ বিভ্রাট

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত একটি ইসরায়েলি ইলেকট্রিক করপোরেশনের (আইইসি) গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে। এর ফলে ওই অঞ্চলের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। খবর আল জাজিরা ও ইসরায়েলি বার্তা সংস্থা ওয়াইনেটের বরাতে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে আইইসি জানায়, দক্ষিণাঞ্চলে তাদের একটি কৌশলগত স্থাপনায় আঘাতের ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাকে দায়ী করেনি, তবে হামলার সময়কাল ও সাইরেন সংকেত ইঙ্গিত দেয় এটি ইরানের হামলারই অংশ। তারা আরও জানায়, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত মেরামত কাজ শুরু হয়েছে এবং ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনীও ঘটনাস্থলে কাজ করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের এই হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনের খবরে বলা হয়, ১৩ জুন হামলা শুরুর পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ায় উত্তেজনা বেড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে।

ইরান,ক্ষেপণাস্ত্র,হামলা,ইসরায়েল,বিদ্যুৎ বিভ্রাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত