‘প্রহসনের নির্বাচনের’ অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে আটক করে বিক্ষুব্ধ জনতা জুতার মালা পরায়।
এ ঘটনার পেছনে রয়েছে রোববার সকালে বিএনপি দায়ের করা একটি মামলা। শেরেবাংলা নগর থানায় করা এ মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী কমিশনগুলোর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হিসেবে নাম দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির অভিযোগ, এই তিন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত সংসদ নির্বাচনগুলো ছিল একতরফা, প্রহসনমূলক ও ভোটারবিহীন- যা জনগণের ভোটাধিকার হরণ করেছে। এই ঘটনার মাধ্যমে তারা গণতন্ত্র এবং সংবিধান পরিপন্থী কার্যকলাপে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয় মামলায়।