ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকির জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তেল উৎপাদক ও সরবরাহকারীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন।
সোমবার (২৩ জুন) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'তেলের দাম কমিয়ে রাখুন। আমি দেখছি! আপনারা শত্রুর হাতে খেলছেন। এটা করবেন না!'—তবে তিনি এই বার্তায় নির্দিষ্ট কোনো দেশ, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কিছু উল্লেখ করেননি।
পরবর্তী এক পোস্টে আরও সরাসরি ভাষায় তিনি নির্দেশ দেন, 'ড্রিল, বেবি, ড্রিল!!! এবং আমি এখনই বলছি!!!'-এতে বোঝা যায়, তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ বা অভ্যন্তরীণ উৎপাদনকারীদের উদ্দেশ করেই এ বার্তা দিয়েছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পণ্য পরিবাহিত হয়। এই রুটে বিঘ্ন ঘটলে বৈশ্বিক সরবরাহ ও মূল্য পরিস্থিতি ভয়াবহভাবে প্রভাবিত হতে পারে।
ট্রাম্পের এই বার্তাকে তেলের বাজারে উত্তেজনা প্রশমনের একটি রাজনৈতিক চেষ্টার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মার্কিন নির্বাচনী রাজনীতিতে জ্বালানির মূল্য সবসময়ই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকে, বিশেষত নির্বাচনের বছরে।