ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল : ট্রাম্প

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল : ট্রাম্প

ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে, ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ১২তম ঘণ্টায় ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে। ২৪তম ঘণ্টায় ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। প্রতিটি যুদ্ধবিরতির সময়, অন্য পক্ষ একে অপরের প্রতি শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। আমি ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই যে, ১২ দিনের যুদ্ধ’ বন্ধের জন্য তাদের দৃঢ়তা, সাহস এবং বুদ্ধিমত্তা রয়েছে।

যুদ্ধবিরতিতে বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

আবা/এসআর/২৫

যুদ্ধবিরতি,ইরান-ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত