মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের আগে রাতভর ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছিল ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন শহরে একাধিকবার বিমান হামলার সাইরেন বাজানো হয়, সাধারণ মানুষকে বারবার নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।
বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভায় এক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছোড়া ছয়টি দফা ক্ষেপণাস্ত্র বিভিন্ন সময়ে আঘাত হানার চেষ্টা করে। প্রতিটি হামলার পরপরই বিমান সতর্কতা জারি করা হয়। কিছু এলাকায় সাইরেন বন্ধ হওয়ার পর লোকজন যখন বাংকার থেকে বেরিয়ে আসছিলেন, তখন আবার সতর্কতা জারি হয়। ফলে রাতজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করে।
এই হামলাগুলো ঘটেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হওয়ায় অনেকেই এই যুদ্ধবিরতির ঘোষণাকে প্রশ্নবিদ্ধ বলছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা পূর্ণ প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রেখেছে এবং নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে।
সূত্র: সিএনএন.