যুদ্ধবিরতির মধ্যেই ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।
মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে।তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন “যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে”।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা “হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে”। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।
তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনও স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলেই ইরান প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে”। অর্থাৎ, ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে শর্তসাপেক্ষে।