ইসরায়েলের সঙ্গে টানা সংঘাতের পর অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির দুই দিন পর বৃহস্পতিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ঘোষণা দেন, চলমান সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে।
বার্তায় খামেনি বলেন, ‘প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।’ তার দপ্তরের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
উল্লেখ্য, ১২ জুন দিবাগত রাতে তেহরানসহ ইরানের একাধিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা অভিযোগ করে, ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে। এর পাল্টা জবাবে ইরানও একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করে।
সংঘাতের ১০ দিন পর, ২২ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্র সরাসরি এতে অংশ নেয়। মার্কিন বিমান বাহিনী ‘দ্য মিডনাইট হ্যামার’ নামের একটি অভিযানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলেও দুই পক্ষ পরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই প্রেক্ষাপটে আয়াতুল্লাহ খামেনির এই বিজয় ঘোষণাকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা দেশব্যাপী ইরানিদের মনোবল চাঙা রাখতে এবং আন্তর্জাতিক মহলে এক ধরনের প্রতিক্রিয়া জানাতেই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।