ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

রাশিয়ার মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামে একটি হালকা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে আগুন লাগায় চারজন নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) দেশটির ইনভেস্টিগেটিভ কমিটি এই তথ্য নিশ্চিত করে। ইয়াক-৫২ মডেলের ওই বিমানটি স্থানীয় সেভেরকা এয়ারফিল্ড থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উড্ডয়ন করে এবং ‘ব্যারেল রোল’ নামক ঝুঁকিপূর্ণ কসরত করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে পড়ে যায়। মুহূর্তেই এতে আগুন ধরে গেলে বিমানে থাকা সবাই প্রাণ হারান। দুর্ঘটনার তদন্তে ইতোমধ্যে ফৌজদারি মামলা করেছে কর্তৃপক্ষ।

এই ঘটনার পর ইয়াকোভলেভ সিরিজের বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সোভিয়েত আমলে তৈরি এই হালকা প্রশিক্ষণ বিমানটি মূলত বেসামরিক পাইলটদের জন্য ব্যবহৃত হতো এবং এর দৃঢ় কাঠামো ও নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য এটি বহু বছর ধরে ফ্লাইং ক্লাবগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা ইয়াক-৫২ এর নিরাপত্তা ও ব্যবহারের নিয়মনীতি নিয়ে নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

রুশ,প্রশিক্ষণ বিমান,বিধ্বস্ত,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত