ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বুধবার মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

বুধবার মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাস দেওয়ার পর আগামীকাল বুধবার (২৮ মে) তিনি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, "ইনশাআল্লাহ, আশা করি আগামীকাল সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।"

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার রায় ঘোষণা করে তাকে খালাস দেন। রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

আটকের পর দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন এটিএম আজহার। তার মুক্তি উপলক্ষে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এটিএম আজহার,মানবতাবিরোধী অপরাধ,সুপ্রিম কোর্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত