মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, "ইনশাআল্লাহ, আশা করি আগামীকাল সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।"
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার রায় ঘোষণা করে তাকে খালাস দেন। রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
আটকের পর দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন এটিএম আজহার। তার মুক্তি উপলক্ষে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।