ভারতের মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতের এই ভূমিকম্প রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়।
বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের নিকটবর্তী অঞ্চলে। এর মাত্রা ছিল ৫ দশমিক ২, আর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৪৭ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর। ভূ-পৃষ্ঠের কাছাকাছি অবস্থানের কারণে এর কম্পন আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবা/এসআর/২৫