ব্রিটেনের রাজা চার্লস থ্রির কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড–২০২৫’ গ্রহণ করতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ১০ জুন তাঁর সফর শুরু হবে এবং ১২ জুন রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজা চার্লস তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেবেন। সফর শেষে তিনি ১৩ জুন ঢাকায় ফিরবেন।
২০২৪ সালে প্রবর্তিত এই বিশেষ অ্যাওয়ার্ডের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন। গত বছর ১১ জুন সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লস তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন। দ্য কিংস ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিলেও হারমনি অ্যাওয়ার্ডকে বিশেষ মর্যাদার দাবি করেছেন প্রতিষ্ঠানটির সিইও ক্রিস্টিনা মুরিন।
ড. ইউনূসের এ সফরকে ঘিরে এখন দ্বিপক্ষীয় কর্মসূচি যুক্ত করার চেষ্টা চলছে। সফরের তৃতীয় দিন রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে বলে জানানো হয়েছে। প্রথম, দ্বিতীয় ও শেষ দিনের কর্মসূচি এখনও চূড়ান্ত না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতারা, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পর্যায়ের সঙ্গে বৈঠকের জন্য অ্যাপয়েনমেন্ট চাওয়া হয়েছে।
বিদেশ সফরে এটি হবে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের ১১তম গন্তব্য। গত ১০ মাসে তিনি জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণসহ ১০টি দেশ সফর করেছেন। সর্বশেষ মে মাসে তিনি জাপানের টোকিও সফর করেন এবং ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ায় অংশ নেন। সেখানে দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন।