ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হোস্টেল ত্যাগের নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হোস্টেল ত্যাগের নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। চলমান অচলাবস্থার প্রেক্ষিতে শনিবার (২১ জুন) এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। রবিবার (২২ জুন) দুপুরের মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। তবে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে।

নোটিশ অনুযায়ী, কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই বন্ধের আওতায় পড়বেন না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা কলেজের অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হল সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন। ফজলে রাব্বি হলসহ কয়েকটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে গণপূর্ত বিভাগ সাত মাস আগেই বসবাসের অনুপযোগী ঘোষণা করলেও শিক্ষার্থীরা সেগুলোতেই বসবাস করছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, ভবনগুলোর ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ে, জানালার কাচ ভাঙা এবং গ্রিল খুলে পড়ার মত ঘটনাও ঘটেছে।

গত ৬ জুন শিক্ষার্থীরা এক বিবৃতিতে জানায়, ফজলে রাব্বি হল, গার্লস হোস্টেল এবং অ্যাকাডেমিক ভবন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এতে রানা প্লাজা বা জগন্নাথ হলের মতো দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে তারা অবিলম্বে বিকল্প আবাসনের দাবি জানান। গত ২৮ মে থেকে ‘কে-৮২’ ব্যাচের নবীন শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি অরিয়েন্টেশন অনুষ্ঠান থেকেও বিরত ছিলেন।

চলমান এ সংকট নিরসনে প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়ায় অবশেষে কলেজ কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। বর্তমানে শিক্ষার্থীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং দ্রুত সমাধান প্রত্যাশা করছেন।

ঢাকা মেডিক্যাল,অনির্দিষ্টকাল,বন্ধ ঘোষণা,হোস্টেল ত্যাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত