ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সরকারি চাকরিতে প্রবেশে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি তথ্য

সরকারি চাকরিতে প্রবেশে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি তথ্য

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে চারটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্রকে বয়সের প্রমাণের দলিল হিসেবে সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এতে করে এনআইডি সংশোধনের জটিলতা ও যারা ভবিষ্যতে চাকরিতে যোগদান করবে তাদের ভোগান্তি কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকসংক্রান্ত ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী বুধবার (৩০ জুলাই) চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুসারে বেতন প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবশ্যক বিধায় এনআইডির তথ্য আমলে নিয়ে চাকরিতে নিয়োগদান করা; চাকরির ক্ষেত্রে বয়সের প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্রকে সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় যুক্ত করা; এনআইডির তথ্যাদি আমলে না নিয়ে চাকরিতে নিয়োগকৃত ব্যক্তিদের এনআইডি সংশোধনে জটিলতা নিরসনসহ একাধিক বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, চাকরি প্রাপ্তির পর বেতন নির্ধারণ করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে লিপিবদ্ধ তথ্য (বিশেষ করে জন্ম তারিখ ও নিজ নাম) এর সাথে নিয়োগপত্র/সার্ভিস বহিতে লিপিবদ্ধ তথ্যের মিল না থাকার কারণে অনেকের বেতন পান না। এরপর ভুক্তভোগীরা এনআইডি সংশোধন করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন তারা। এজন্য আমরা মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করব যাতে নিয়োগের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হয়।

তিনি বলেন, আমরা একটা তারিখ নির্ধারণ করব। যে সেই তারিখের পর যদি কেউ তথ্য গোপন করে চাকরিতে যোগদান করে তাহলে তাদের এনআইডি আর সংশোধন করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই একমত প্রকাশ করছেন। আগামী আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠটি হবে সেখানে এ বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছি।

আবা/এসআর/২৫

সরকারি চাকরি,এনআইডি,বাধ্যতামূলক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত