ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু, সুরে-শব্দে মুখর মানিক মিয়া এভিনিউ

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু, সুরে-শব্দে মুখর মানিক মিয়া এভিনিউ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু হয়েছে। সুর, শব্দ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। শুরুতে পরিবেশিত হয় ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ শিরোনামের গানটি।

দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী। অনুষ্ঠানে থাকছে ধর্মীয় বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। চলবে রাত ৮টা পর্যন্ত।

আয়োজকদের মতে, এটি শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জাগরণের প্রতীক।

জুলাই পুনর্জাগরণ,অনুষ্ঠান,সাইমুম,সাংস্কৃতিক,দেশের গান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত