
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি। জানা গেছে, শহিদুল আলম ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন।
গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে হামলা চালিয়েছে এবং গাজার উদ্দেশে যাত্রাকালে একাধিক জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজামুখী অন্তত দুটি নৌকায় জোরপূর্বক প্রবেশ করেছে।
বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে এ অভিযান চালানো হয়। ফ্লোটিলার সঙ্গে যুক্ত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ‘গাজা সানবার্ডস’, ‘আলা আল-নাজ্জার’ এবং ‘আনাস আল-শরীফ’ নামের তিনটি জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের অবৈধভাবে আটক করা হয়েছে।
এছাড়া ‘কনশান্স’ নামের আরেকটি জাহাজেও আক্রমণের দাবি করা হয়েছে। ওই জাহাজে ৯০ জনের বেশি সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন বলে জানানো হয়েছে।