অনলাইন সংস্করণ
১৬:২১, ০৮ জানুয়ারি, ২০২৬
বর্তমান মাঠ প্রশাসনকে দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। একই সঙ্গে কোথাও বিচ্যুতি বা অনিয়ম দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তিনি এখনো আশাবাদী যে বর্তমান প্রশাসনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তার ভাষায়, ‘করা যাবে, ইনশাআল্লাহ।’
শেখ আব্দুর রশীদ বলেন, অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন—এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেবো। ঢালাওভাবে তো কিছু নয়। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায় অবশ্যই সেটা তাৎক্ষণিকভাবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ রিটার্নিং অফিসাররা করে ফেলেছেন। কোথাও কোথাও কেউ কেউ সংক্ষুব্ধ আছেন। আইন অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। আপিল আবেদন এখনও জমা হচ্ছে, নির্বাচন কমিশন সেগুলো নিষ্পত্তি করবে।
প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আগেও ছিলো, এখনও আছে। কেউ সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করতে পারেন। কেউ কেউ সন্তষ্ট নাও হতে পারে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়ে ইসিতে আপিল করতে পারে।
তিনি আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ইসি ব্যবস্থা নিবে। যদি মাঠ প্রশাসন বা অন্য কোনো পর্যায়ে ত্রুটি থাকে তবে সেটি সমাধানের চেষ্টা করবো। আমরা প্রশাসনে রদবদলের কথা বলছি না। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।