ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে সারারাত সড়কে অবস্থান করে বিক্ষোভ করছেন তার অনুসারী ও সমর্থকরা। সকালেও তাদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
এসময় বিক্ষোভকারীরা ‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’, ‘দফা এক দাবি এক, আসিফ-মাহফুজের পদত্যাগ’, ‘আসিফ ভূইয়ার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বুধবার (২১ মে) দিন গড়িয়ে রাতভর সেখানে অবস্থান নিয়ে ছিলেন বিক্ষোভকারীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এদিকে, ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে উচ্চ আদালতের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। টানা অবস্থান কর্মসূচির কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায়ও যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আবার বিএনপি সমর্থকরা যেন যমুনার সামনে যেতে না পারেন, এজন্য সর্তক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
ইশরাক সমর্থকেরা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৪ মে থেকে তারা লাগাতার আন্দোলন করছেন। এ আন্দোলনের অংশ হিসেবে তারা নগরভবন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। সেখানে নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যক্রম সব বন্ধ রয়েছে।