বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল—আজ বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করেছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। সকাল থেকেই সেখানে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে।
সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ-তরুণীর অংশগ্রহণের আশা করছে দলটি।
প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হবেন এবং তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের তরুণ সমাজের উদ্বেগ ও রাজনৈতিক প্রত্যাশার বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
এর আগে সারা মে মাসজুড়ে বিভাগীয় শহরগুলোতে সেমিনার ও সমাবেশ করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকায় আজকের এই আয়োজন দিয়ে শেষ হচ্ছে তাদের আট দিনব্যাপী কর্মসূচি।