ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশ-প্রশাসন নিরপেক্ষ আচরণ কাজ করছে না: নাহিদ ইসলাম

পুলিশ-প্রশাসন নিরপেক্ষ আচরণ কাজ করছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় এখনো নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পর নির্বাচনী তোড়জোড় শুরু হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জামালপুরে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি উচ্চকক্ষ ভোটের অনুপাতে অর্থাৎ পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) অনুসারে হতে হবে, এটা আসন অনুসারে হওয়া যাবে না।

তিনি বলেন, উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি। ঐকমত্য না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না এ নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে ঘোষিত হোক।

এদিকে, জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ এবং গণহত্যার বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আজ জামালপুরে এনসিপি’র পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হবে। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

নাহিদ ইসলাম,এনসিপি,জামালপুর,জুলাই সনদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত