ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘গণভোটে আপত্তি নেই, তবে তা জাতীয় নির্বাচনের দিনে চাই’

‘গণভোটে আপত্তি নেই, তবে তা জাতীয় নির্বাচনের দিনে চাই’

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে খালেদা জিয়ার নেতৃত্বকে টিকিয়ে রাখতে এবং তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবন দেবেন, তবুও তিনি পিছু হটবেন না।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে জসীমউদ্দিন রোড থেকে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না। এই আসন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। রাজধানীর এই প্রবেশদ্বারের গুরুত্ব বোঝার পর ধানের শীষ বিএনপি’ই পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

র‍্যালির প্রারম্ভে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, কোন প্রার্থীকে মনোনয়ন দিলে ধানের শীষ জয়ী হবে এবং কোন প্রার্থীকে মূল্যায়ন করলে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের চাওয়াপাওয়ার প্রকৃত মূল্যায়ন হবে। তাই তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, শেষ হাসি জনগণই হাসবেন।

তিনি আরও বলেন, গণভোটে তাদের কোনও আপত্তি নেই। তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের দিনে হতে হবে।

জাতীয় নির্বাচন,গণভোটে আপত্তি নেই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত