ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার ঠাকুরগাঁওয়ে দেওয়া একটি বক্তব্যকে বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে দলের নেতাকর্মী ও জনগণকে ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, আজ (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দেয়া তার বক্তব্যকে কটাক্ষ ও অপপ্রচারের স্বভাবে দেশের বিভিন্ন মাধ্যম ভুলভাবে স্থাপন করেছে।

মির্জা ফখরুল জানান, তার বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে- তারা প্রতিশোধের রাজনীতি করতে চান না এবং আওয়ামী লীগের মতো হয়রানীমূলক মামলা করতে চান না।

তিনি আরও বলেছেন যে- ওই ইউনিয়নে হয়রানীমূলক কোনো মামলা হলে তারা তা তুলে নেবেন; কিন্তু দেশব্যাপী হয়রানীমূলক মামলা দায়ের না করা বা মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো সার্বজনীন বক্তব্য বলেননি।

তিনি গণমাধ্যমে প্রকাশিত ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তি এড়াতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিবৃতিটি বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষর করে পাঠানো হয়েছে — এতে একই তথ্য এবং ফখরুলের কথাবার্তার সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

ওই বিবৃতির পর দেশীয় সংবাদমাধ্যমগুলো এই ঘটনার নানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনগুলোর ওপর ভিত্তি করে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল,ভুল ব্যাখ্যা,ঠাকুরগাঁওয়ে দেয়া বক্তব্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত