ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী

নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন তারা, আইন তৈরির বৈধ প্রতিষ্ঠান সংসদের পথে না গিয়ে, ভিন্ন পথে যাচ্ছেন।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা। এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, আরও অন্তর্ভুক্ত শক্তি জড়িত আছে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারের ভেতরেই ভূত আছে, তারা শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। এ সময় আগাম গণভোটের দাবিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী,জুলাই সনদ,আইনি ভিত্তি,নির্বাচিত সংসদ,রুহুল কবীর রিজভী,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত