
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ আছে, তবে সেটা চিহ্নিত করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা স্থাপন বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আলোচনা হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী আন্তর্জাতিক মহলের আগ্রহ আছে। সেই প্রেক্ষিতে ভারত, তুরস্ক, মিশরের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন; মতবিনিময় হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে-- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপির এ যুগ্ম মহাসচিব জানান, ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে-- সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট লেখা আছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ আছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় কুমার ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি।
সৌজন্য সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
আবা/এসআর/২৫