ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রদূত

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (১৮ জানুয়ারি) সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী রোববার (২৫ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে গত বছরের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। পরে ১৮ ডিসেম্বর মার্কিন সিনেটে কণ্ঠভোটে তার নিয়োগ নিশ্চিত হয়। চলতি বছরের ১০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন।

এরপর গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন ব্রেন্ট ক্রিস্টেন। দুদিন পর গত ১৫ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।

জামায়াত আমির,ডা. শফিকুর রহমান,মার্কিন রাষ্ট্রদূত,ব্রেন্ট ক্রিস্টেনসেন,বৈঠক,সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত