বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গত মঙ্গলবার (১৭ জুন) অফিস স্মারকের মাধ্যমে ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) চলতি দায়িত্বের পদে নিয়োগ পেয়েছেন। সদস্য পদে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
ড. দেবাশীষ পাল কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে ১৯৬৬ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৬ সালে পদার্থ বিজ্ঞানে বি. এসসি (সম্মান) ১ম শ্রেণিতে ১ম স্থান এবং ১৯৮৮ সালে এমএসসি (পদার্থ বিজ্ঞান) ১ম শ্রেণিতে ৩য় স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৩ সালের ২৩শে জানুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ড. পাল বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে ১৩ মার্চ ২০১২ সালে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন।
তিনি কমিশনে যোগদানের পর থেকে Research, Regulatory, Food and Environmental Radioactivity Monitoring, Radiation Protection, Radioactive Waste Management, Academic, Administrative ইত্যাদি কাজে নিয়োজিত ছিলেন। তিনি হেল্থ ফিজিক্স অ্যান্ড রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি -এর পরিচালকের দায়িত্ব পালন করেন।
তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত ফেলোশিপ, প্রশিক্ষণ, কনফারেন্স, মিটিং এ অংশ গ্রহণের লক্ষ্যে কানাডা, অষ্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চায়না, জাপান, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, হাঙ্গেরি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের M.Sc গবেষণা প্রবন্ধের (থিসিস) কাজে তত্ত্বাবধান করেছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক জার্নাল, আই.এ.ই.এ. টেক ডক এবং আন্তর্জাতিক কনফারেন্স এ তার ৬০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।