ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পোশাক

শীতে সাতকাহনের শাল

শীতে সাতকাহনের শাল

হিম হিম শীত থেকে শুরু করে তীব্র কনকনে শীত সে যাই হোক না কেন, শীত থেকে রেহাই পেতে ভারি বা পাতলা নানা রকমের শাল শরীরে জড়িয়ে নেওয়া যেতেই পারে। শাল কোন নারী-পুরুষভিত্তিক পোশাক নয়। শালগুলো যে কেউই পরতে পারে। শীত বহুকাল ধরে শীতবস্ত্র হিসেবে পরিচিত হলেও নতুন প্রজন্মের কাছে এটি ফ্যাশন অনুষঙ্গও বটে। কালার ও ডিজাইনে এবার প্রাধান্য পেয়েছে তরুণদের পছন্দ। শাড়ি, সালোয়ার-কামিজ, জিন্স, কুর্তি, ফতুয়া, স্কার্ট, গাউন ও পাঞ্জাবিসহ সবকিছুর সঙ্গে মানানসই এই শালগুলো। ওয়েস্টার্ন থেকে ট্রেডিশনাল সব পোশাকে পরতে পারবে। এবার এসেছে ডিজিটাল প্রিন্ট,ব্লক প্রিন্ট, স্ক্রীন প্রিন্টের বাহারি ডিজাইনের শাল কালেকশান। পশমি শালের ওপর নানা রকমের ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। সেই প্রিন্টগুলোতে নানান ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে, যেমন- গ্রাম বাংলা, ফ্লোরাল ডিজাইন , দ্য স্ট্যারি নাইট, রিকশা চিত্র, বিখ্যাত সিনেমা, পুতুল নাচ ও নানা ধরনের আরো অনেক ডিজাইন। হিম হিম শীতে পড়ার জন্য একদম উপযুক্ত। ভিস্কস কাপড়ের ওপর নানা ধরনের রং ব্যবহার করে সেই শালগুলোতে ব্লক করা হয়েছে।

শীতকালীন কোন বস্ত্র সহজে বা প্রতিদিন ধোঁয়া একটু কঠিন। তাই একটু গাঢ় রঙয়ের শাল শীতকালীন বস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত। তাই এবার সাতকাহন- এ এসেছে নানান রঙের শাল, যেমন- সাদা, লাল, নীল, সবুজ, কালো, বেগুনিসহ আরো অনেক কালারের। এই ধরনের রঙগুলো শীতের শালের জন্য একদম উপযোগী। শালগুলো পাওয়া যাচ্ছে সাতকাহনের তিনটা আউটলেটে ও অনলাইনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত