‘এলিট লাইফ স্টাইল’ জেঁকে বসা শীতকে উপভোগ্য করে তুলতে শীত কেন্দ্রিক সব রকম পোশাকের আয়োজন করেছে। সেই সাথে শীতকে স্ট্যাইলিস্টভাবে উপভোগ করতে ‘এলিট লাইফ স্টাইল’ ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের ব্লেজার নিয়ে এসেছে। ব্লেজারগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। এলিট’র ব্লেজারগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। ব্লেজারের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। যে কোন পরিবেশে এবং পার্টির জন্য মানানসই ব্লেজার।
এলিট’র শীত ঋতুর নতুন কালেকশনে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ব্লেজার, হুডি, জ্যাকেট, ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম জ্যাকেট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট। মেয়েদের বিভিন্ন দেশি-বিদেশি পোশাক ও এক্সেসরিজ।
এ ছাড়াও রয়েছে শে বিেেশর খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক। এলিট’র প্রতিটি পোশাকে রয়েছে উৎসব ও তারুণ্যের ছোঁয়া।