ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যত্নে বাড়ে মোটরসাইকেলের আয়ু, কমে খরচ

যত্নে বাড়ে মোটরসাইকেলের আয়ু, কমে খরচ

প্রায় আট বছর ধরে একটি স্বনামধন্য মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানের বাইক চালাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার আহসান উল আলম। ‘যতনে রতন মেলে’ নীতিতে বিশ্বাস রেখে তিনি নিয়মিত কিছু নিয়মকানুন মেনে চলেন। ‘শখের বাহন যেন না হয় কষ্টের কারণ’- এজন্য প্রতিবার মোটরসাইকেল চালানোর আগে ও পরে তিনি নিজের বাইকের যত্ন আত্তি করেন। এত বছর ব্যবহারের পরেও তার বাইক এখনও নতুনের মতো চলছে। মোটরসাইকেল নিরাপদে ও নিশ্চিন্তে চালানোর পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে বছরের পর বছর, মাইলের পর মাইল পাড়ি দেওয়া যায়। খরচও হয় না তেমন একটা। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক মোটরসাইকেলের যত্ন নেওয়ার সহজ কৌশল।

নিজেকে পরিপাটি রাখতে যেমন সবাই পছন্দ করে, তেমনি নিজের বাহনকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে চলাচলে স্বাচ্ছন্দ্য মেলে। মোটরসাইকেল নিয়ে বের হওয়ার আগে বাহনটি চালু করে ১ থেকে ২ মিনিট থ্রটল না বাড়িয়ে রাখা ভালো। এতে ইঞ্জিন অয়েল ঠিকমতো যন্ত্রাংশে পৌঁছাতে পারে। চালু করে বাইকটিকে একটি ফাইবার কাপড়ের সাহায্যে পরিষ্কার করা যায়। রং আছে এমন অংশগুলো না মুছে ঝেড়ে নিলে ছোট ছোট দাগ পড়া থেকে মুক্তি মেলে। এছাড়া আসন এবং লোহার তৈরি জিনিসগুলো মুছে ফেলতে হবে। ধুলাবালু লেগে থাকলে তা পরিষ্কার হয়ে বাইকটি চকচক করবে। মোটরসাইকেল চালানোর আগে ইলেকট্রনিকস যন্ত্রাংশ যেমন হর্ন, সিগন্যাল লাইট, হেডলাইট, টেইল লাইট, পাসিং লাইট, ব্রেকলাইটসহ টায়ারে হাওয়ার চাপ, চেইনে ঠিকমতো লুব্রিকেন্ট করা আছে কি না, দেখে নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত