ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পূর্ণ নাকি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ?

পূর্ণ নাকি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ?

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এ গ্রহণ সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। গ্রহণ নিয়ে প্রচলিত আছে নানান পৌরণিক উপকথাও। ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে, চন্দ্রগ্রহণের পেছনে মূলত ‘রাহু’ নামের এক অসুরের ভূমিকা রয়েছে। যখন রাহু চাঁদকে গিলে ফেলে তখন চন্দ্রগ্রহণ ঘটে এবং রাহুর গলা কাটা থাকার কারণে কিছুক্ষণ পর চাঁদ বেরিয়ে আসে। ফলে গ্রহণ শেষ হয়। রাহু চাঁদকে গিলে ফেলার বিষয়টি থেকেই গ্রাস শব্দটি এখানে যোগ হয়েছে। বিজ্ঞানের কল্যাণে আমরা এখন গ্রহণের কারণ জানি। এখন আর চন্দ্রগ্রহণের কারণ হিসাবে রাহুর প্রসঙ্গ আসে না। আর সে কারণেই আমরা বলতে পারি না গ্রহণটি ‘পূর্ণগ্রাস’। শব্দটি বৈজ্ঞানিক ভাবনার সঙ্গে সম্পর্কিত নয়। বিজ্ঞানের আলোকে পূর্ণ চন্দ্রগ্রহণ শব্দটি ব্যবহার করাটাই সঠিক। চন্দ্রগ্রহণ কি? একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে, কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়।

বাংলাদেশ থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ : আগামীকাল রোববার থেকে আগামী সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন।

ঢাকায় চন্দ্রগ্রহণের কবে, কখন : ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে আগামীকাল রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একইদিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।

পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।

পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প : কলাবাগান ক্রীড়া চক্রের সহযোগিতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প। সবার জন্য উন্মুক্ত পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটিতে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। আগে আসার ভিত্তিতে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটিতে অংশগ্রহণ করা যাবে।

পরিষ্কার আকাশ সাপেক্ষে পর্যবেক্ষণ সময়সূচি : আগামীকাল রোববার রাত ৯টা ২৮ মিনিট থেকে আগামী সোমবার রাত আড়াইটা পর্যন্ত। স্থান: কলাবাগান ক্রীড়া চক্র, কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন খেলার মাঠ, ঢাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত