
মাইক্রোসফট ওয়ার্ডে আসছে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন। এর ফলে নতুন তৈরি করা ডকুমেন্ট আলাদাভাবে অটোসেইভ করা ছাড়াই নিজ থেকে ক্লাউডে সেইভ হয়ে যাবে। মাইক্রোসফটের অফিস শেয়ার্ড সার্ভিসেস অ্যান্ড এক্সপিরিয়েন্স টিমের প্রোডাক্ট ম্যানেজার রাউল মুনোজ এক বিবৃতিতে বলেন, ‘আমরা উইন্ডোজের জন্য ওয়ার্ড ফাইল তৈরি ও সেইভ বা সংরক্ষণ করার ধরনটি আধুনিক করছি। এখন থেকে ব্যবহারকারীদের আর ফাইল সেইভ করার চিন্তা করতে হবে না।
নতুন তৈরি করা ডকুমেন্ট নিজ থেকেই ওয়ানড্রাইভ বা ব্যবহারকারীর পছন্দমত ক্লাউডে সেইভ হয়ে যাবে।’ বর্তমানে মাইক্রোসফট ৩৬৫ ইনসাইডারদের জন্য পরীক্ষামূলকভাবে এই পরিবর্তন চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
কোম্পানিটির দাবি, এর ফলে ব্যবহারকারীদের আর কাজ হারানোর আশঙ্কা থাকবে না এবং অ্যান্ড্রয়েড বা আইওএস বা ওয়েব ব্রাউজার থেকেও সহজে ফাইলে অ্যাক্সেস করা যাবে। নতুন ডকুমেন্টর নামকরণেও আসছে পরিবর্তন।
আগে যেখানে ফাইলের নামের শেষে একটি সংখ্যা যুক্ত হত এখন সেখানে তারিখ যুক্ত হয়ে সংরক্ষিত হবে। ব্যবহারকারীরা চাইলে ডিফল্ট ক্লাউড লোকেশন নির্ধারণ করতে পারবেন এবং ইচ্ছা করলে স্বয়ংক্রিয় ক্লাউড সেইভ অপশন বন্ধ করার সুবিধাও থাকবে। মাইক্রোসফট দীর্ঘদিন ধরেই ওয়ার্ড ব্যবহারকারীদের ক্লাউডে ডকুমেন্ট সেইভ করার জন্য উৎসাহিত করছে। এরই অংশ হচ্ছে, ডিফল্টভাবে চালু থাকা অটোসেইভ ফিচার।
এছাড়া উইন্ডোজে বারবার ভেসে ওঠা নোটিফিকেশন বা ‘ন্যাগ স্ক্রিন’ এর মাধ্যমে ব্যবহারকারীদের ওয়ানড্রাইভ ব্যাকআপ চালু করতে রাজি করানোর চেষ্টা করছে কোম্পানিটি।
তবে, এসব কৌশল উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে খুব একটা জনপ্রিয় হয়নি। সর্বশেষ যে পরিবর্তন আনা হচ্ছে এতে, সেটি হচ্ছে, যারা ওয়ানড্রাইভ বা অন্য কোনো ক্লাউড ব্যবহার করেন না তাদের জন্য ফাইল লোকালি সেইভ করা আরও ঝামেলাপূর্ণ হয়ে উঠবে। মাইক্রোসফটের ব্লগ পোস্টের মন্তব্যের ঘরে এরইমধ্যে অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রতি কয়েক বছর পরপর মাইক্রোসফট এমন কিছু যোগ করে যা ব্যবহারকারীদের ফাইলে পৌঁছাতে আরও ধাপ পার হতে বাধ্য করে। আগে সি ড্রাইভ চোখের সামনে সহজেই পাওয়া যেত।’