ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্য কর্নার

এইডস নিয়ে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এইডস নিয়ে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

দেশের একটি নামকরা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন কৃষ্ণা (ছদ্মনাম)। সেখানে তিনি ডাক্তারদের মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত করতে সহায়তা করার জন্য কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেন। বছরখানেক আগে তিনি মরণব্যাধি রোগ এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন। এই রোগ ধরা পড়ার এক বছরের মধ্যে চাকরিও হারিয়েছেন।

কৃষ্ণা জানান, তার রোগের বিষয়ে ওই মেডিক্যাল সেন্টার কর্তৃপক্ষ, তার শাখার ম্যানেজার, স্থানীয় জেলা কমিশনার এবং বাংলাদেশ স্বাস্থ্যসেবার উচ্চপদস্থ কর্মকর্তারাও অবগত ছিলেন। কিন্তু কেউই তার পাশে এসে দাঁড়াননি। ৪৫ বছর বয়সে চাকরি হারিয়ে তিনি এখন তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েসহ ঘরে বেকার বসে আছেন।

কৃষ্ণা হাসপাতালের নাম প্রকাশ করতে চান না, কারণ প্রতিষ্ঠানটি গত অক্টোবরে তার সঙ্গে সম্পর্ক শেষ করেছে এবং তার বেতন ও অন্যান্য সুবিধা এখনও বন্ধ রয়েছে। বর্তমান অবস্থায় তিনি এই প্রতিনিধিকে মানসিক চাপ এবং হতাশার কথা জানিয়েছেন। জানিয়েছেন যে, তার এই রোগের কারণে জীবন পুরোপুরি বদলে গেছে। তিনি জানেন না ঠিক কীভাবে এই রোগে আক্রান্ত হয়েছেন। মাত্র কয়েক মাস আগেও তিনি স্বনির্ভর ছিলেন। এখন পুরো সমাজ থেকে প্রায় ‘অদৃশ্য’ হয়ে গেছেন।

এমন গল্প শুধু কৃষ্ণার একার নয়, বাংলাদেশে এইচআইভি পজিটিভ অধিকাংশ মানুষই সামাজিক কলঙ্ক ও উদাসীনতার কারণে এমন জীবনযাপন করছেন।

বাংলাদেশে এইডসের বর্তমান চিত্র : আজ যখন ‘বিশ্ব এইডস দিবস’ উদযাপন করতে যাচ্ছে সারা বিশ্ব। এই অবস্থায় ইউএনএইডস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী এইচআইভি সংক্রমণের সংখ্যা কমছে। বিশ্বজুড়ে প্রায় ১৩ লাখ মানুষ নতুনভাবে সংক্রমিত হয়েছেন এবং ৬ লাখ ৩০ হাজার মানুষ এইডস-সম্পর্কিত জটিলতায় মারা গেছেন।

তবে বাংলাদেশে এইডস সংক্রমণের প্রবণতা কম হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, ওষুধ ব্যবহারের ধারা পরিবর্তন, পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার অভাব এবং প্রতিরোধমূলক পর্যাপ্ত সেবার অভাবে আক্রান্ত লোকজন ঝুঁকি বাড়াতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত