ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাউটার ঘরের যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড

রাউটার ঘরের যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড

আমরা সাধারণত রাউটারটাকে যেখানে টেকনিশিয়ান বসিয়ে দেয়, ঠিক সেখানেই রেখে দিই। নতুন বাসায় উঠলে কিংবা ইন্টারনেট সংযোগ নিলে অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ভুল জায়গায় রাউটার বসিয়ে দিয়েছে। এর ফলে দেখা যায়, রাউটার ভুল জায়গায় বসানোর কারণে ওয়াই-ফাইয়ের স্পিড কমে যায়, ভিডিওকল ল্যাগ করে- এমনকি ঘরের বিভিন্ন জায়গায় নেট পৌঁছায় না। ভালো রাউটার থাকলেও যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে ওয়াই-ফাই ভালোভাবে কাজ করে না।

আপনার ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হচ্ছে- সঠিক জায়গায় রাউটার বসানো। অনেক সময় আমরা রাউটারকে কোণে, মেঝের নিচে কিংবা ইলেকট্রনিকসের পাশে রেখে দিই। এর ফলে আমরা নিজেরাই নেট স্লো হওয়ার কারণ হয়ে দাঁড়াই। আপনার রাউটারের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ভুল জায়গায় থাকলে তার ক্ষমতা অর্ধেক নষ্ট হয়ে যায়। তাই ইন্টারনেট সংযোগ নেওয়ার পর রাউটার বসানোর উপযুক্ত স্থান খুঁজে বের করা জরুরি।

এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাউটার কোথায় রাখছেন এটাই ওয়াই-ফাইয়ের স্পিড বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড বা গতি পাবেন, সেটির জন্য কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।

চলুন জেনে নেওয়া যাক, ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড পাবেন-

রাউটার যত উঁচু, সিগন্যাল তত শক্তিশালী : আপনার ঘরে রাউটার যত উঁচু স্থানে থাকবে, সিগন্যাল তত বেশি শক্তিশালী হবে। আপনি মনে রাখবেন, রাউটার সবসময় নিচের দিকে সিগন্যাল পাঠিয়ে থাকে। তাই মেঝে কিংবা টেবিলের নিচে রাখলে সিগন্যাল ব্লক হয়ে যায়। সে কারণে রাউটার ঘরের উঁচু স্থানে রাখুন। যেমন বুকশেলফ বা দেয়ালের স্থানে রাউটার মাউন্ট লাগিয়ে রাখুন। অনলাইনে অনেক কাস্টম রাউটার মাউন্ট পাওয়া যায়, যেগুলো দিয়ে ঝামেলাহীনভাবে রাউটার উঁচুতে বসানো যায়।

রাউটার রাখুন ঘরের কেন্দ্রস্থলে : রাউটার রাখুন আপনার ঘরের একদম কেন্দ্রস্থলে। যেন ঘরের চারদিকে সিগন্যাল ছড়িয়ে পড়ে এমন স্থানে রাখুন। তাই এক কোণে রাখলে সিগন্যালের অর্ধেকই বাইরে বা দেয়ালে নষ্ট হয়ে যায়। আর ঘরের মাঝামাঝি জায়গায় রাখলে কাভারেজ সবচেয়ে ভালো পাওয়া যায়। এককোণে রাখলে পাশের বাসার লোকজনও সহজে সিগন্যাল পেতে পারে। এতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। রাউটারকে মাঝখানে আনতে গেলে মোডেম থেকে দূরে রাখতে হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত