বিষণ্ণ প্রহরের কাছ থেকে
কৃত্রিম আলোর শাসনে মুগ্ধতা শিখেছি,
শিখেছি আঁধারের দুয়ারে
ক্রমশ জটিল গ্রন্থনা;
মহার্ঘ সঙ্গত্যাগ শিখিয়েছে
মব দেখে দূরে থাকা উচিত।
অস্থির দ্রোহের মুষ্ঠিবদ্ধ উচ্চারণ
ভবিষ্যতের সঞ্চারীতে এটাই বলে,
এবার বরং কবিদের কাছে থেকে
সাম্যের গানে পূর্ণতা শিখি ;
আর জীবনের আরাধ্য সাধনায় শিখে নেই
ভালো থাকার সমুদয় সূত্রাবলি।