ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চন্দনাইশ ও দোহাজারী বার্মা কলোনি সড়ক বেহাল

চন্দনাইশ ও দোহাজারী বার্মা কলোনি সড়ক বেহাল

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা সদরে বার্মা কলোনী সড়কটি দিন দিন ছোট হয়ে আসছে। সামান্য বৃষ্টি হলে সংস্কারের অভাবে সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়ক নয়, যেন চাষের জমি। এ এলাকার বাসিন্দারা অতিকষ্টে দিনাতিপাত করছে। সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে দোহাজারী রেলওয়ে কাচা বাজার পর্যন্ত অর্ধ কিলোমিটারের অধিক দোহাজারী বার্মা কলোনি সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে সড়কের মাটি কাদায় পরিণত হয়ে কদমাক্ত হয়ে পড়ে পুরো সড়ক। এ এলাকার বাসিন্দারা অতিকষ্টে বর্ষা মৌসুমে চলাচল করে থাকে।

সড়কটি উভয় পাশে বেদখলের ফলে দিন দিন ছোট হয়ে আসছে। বার্মা কলোনী এলাকায় লবণ মাঠ, তিনটি লাকড়ির মিল, একটি এতিমখানা ও মাদরাসা, ১০টির অধিক ফার্নিচার দোকান, ২টি রাইস মিল, ২টি সমিলসহ প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ এলাকায় প্রায় আড়াইশ পরিবারের সহস্রাধিক মানুষ বসবাস করে এবং এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কার না হওয়ার কারণে বর্ষা মৌসুম এলে দুর্ভোগে পড়তে হয় এ এলাকায় বসবাসকারী জনগণকে। স্থানীয়দের দাবি কিছু অসাধু লোক সড়কের জায়গা দখল করে গাছের টুকরা, পরিত্যা জিনিসপত্র রেখে অনেকটা সড়কটি দখল করে রেখেছে। একই ওয়ার্ডের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেছেন, বার্মা কলোনী এলাকাটি ঘনবসতি পূর্ণ। এখানে ৪৮০ জন ভোটার রয়েছে। প্রায় আড়াইশ পরিবার বসবাস করে। বিষয়টি মাথায় রেখে পৌরসভা কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। দোহাজারী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, বরাদ্দ পেলে সড়কটি যথাযথ সময়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত