ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিলামে উঠছে চট্টগ্রাম ইপিজেডের কারখানা

নিলামে উঠছে চট্টগ্রাম ইপিজেডের কারখানা

চট্টগ্রাম ইপিজেডে টেন্ট, ব্যাকপ্যাক, লাগেজ ও ব্যাগ তৈরির শিল্পপ্রতিষ্ঠান এম/এস নর্থপোল (বিডি) লিমিটেডের কারখানাটি এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও নিলামে তোলা হয়েছে।

দীর্ঘসময় ধরে আইনগত জটিলতা থাকায় এর আগে পাঁচ দফা নিলামের দরপত্র আহ্বান করেও তা সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। এটি বেপজার ষষ্ঠ উদ্যোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগের জটিলতাগুলো এখন কেটে গেছে।

গতকাল বুধবার বেপজা কর্তৃপক্ষ বিভিন্ন জাতীয় দৈনিকে ষষ্ঠ দফার নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার তারা পুরো প্রকল্পটি একসঙ্গে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। বেপজার তথ্যমতে, চট্টগ্রাম ইপিজেডের ৪ নম্বর সেক্টরের ২২, ২৩ ও ২৪ নম্বর প্লটে এম/এস নর্থপোল (বিডি) লিমিটেডের কারখানাটি ছিল।

২০১২ সালের দিকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও চীনে ব্যবসা ধসে পড়ে এবং কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন প্রতিষ্ঠানের মালিকেরা নিজেদের ভবন, মেশিনারি, যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল ফেলে কারখানাটি ছেড়ে চলে যান। এরপর থেকে বেপজা ওই প্লটগুলোর আয় থেকে বঞ্চিত হয়ে আসছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘নিলামের দরপত্র ২০১২-১৩ সাল থেকেই আহ্বান করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি কারখানা ফেলে চলে গেছে। এর আগে হাইকোর্টে কিছু আইনি প্রক্রিয়া ছিল, ব্যাংক অডিটও ছিল। এবার সব কিছু সম্পন্ন করে দরপত্র আহ্বান করা হয়েছে।’ দরপত্র ফরম আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, আদমজি ইপিজেড, কুমিল্লা ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, মোংলা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড, উত্তরা ইপিজেড ও বেপজার নির্বাহী দপ্তরের হিসাব শাখা থেকে সংগ্রহ করা যাবে। আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২টার মধ্যে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালকের দপ্তরে স্থাপিত নির্ধারিত টেন্ডারবাক্সে দরপত্র জমা দিতে হবে। দাখিলকৃত দরপত্রগুলো একইদিন বেলা সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে খোলা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত