
রাউজানে স্বেচ্ছাসেবী সংগঠন, ‘টিম মানুষ যে’ এর উদ্যোগে অসহায় আবদুল্লাহকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। সম্প্রতি রাউজান উপজেলার ফকির টিলা গ্রামে একটি নতুন মুদির দোকান উপহার দিয়ে টিম মানুষ যে সংগঠনের সদস্যরা মানবিক দৃষ্টান্ত দেখিছে। জানাযায় বাচু আক্তারের সঙ্গে বিয়ে হয় আবদুল্লাহ। তাদের নতুন সংসার চলছিল আনন্দ আর খুশিতে।
বিয়ে হয়েছে মাত্র ৩ মাস দুইজনের হাতের মেহেদীর রং এখনও শুকানাই। কিন্তু বাচু আর আবদুল্লাহর নতুন সংসারে নেমে আসে এক অন্ধকার। মুহূর্তে তাদের স্বপ্নের সুখের সংসার হয়ে যাই সবকিছু তছনছ। মাত্র তিন মাসের সংসারে স্ত্রী বাচুকে দেখতে হয় স্বামীর কঠিন পরিস্থিতি। স্বামী আবদুল্লাহ বিদ্যুৎপৃষ্টে হয়ে শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে যায়।
সুখের সংসারে আনন্দের মাঝে নেমে আসে দুঃখ-কষ্ট। এরপরও স্ত্রী বাচু আক্তার তার স্বামীকে রেখে চলে যাননি। পঙ্গুত্ব স্বামীকে নতুন জীবন দিয়ে, স্বপ্ন দেখেন বেঁচে থাকার। কিন্তু যার আয়ে সংসার চলতো সেই এখন পঙ্গু হয়ে বসে আছে। স্বামীর চিকিৎসাকাজে ব্যয় করে নিঃস্ব হয়ে যান। কিন্তু বাচু তার বিভিন্ন সংগ্রাম করে জীবন চালিয়ে যেতে থাকেন। এরমাঝে তাদের সংসারে নেমে আসে ব্যাপক অভাব-অনটনে। তাদের এই অসহায় দুরাবস্থা জানতে পেরে স্বামী-স্ত্রীর পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংগঠন টিম মানুষ যে। তাদের পাশে এই মানবিক সংগঠন দাঁড়িয়ে বাড়ির পাশে একটি মুদির দোকান করে দেন।