ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি

হাটহাজারীতে  দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দেবী দুর্গার আগমনী বার্তা সুর বেজে উঠবে ২৭ সেপ্টেম্বর মহা ৬ষ্ঠীর মধ্য দিয়ে। সারাদেশের ন্যায়ে এবার চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় প্রতিটি মণ্ডপে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এইবছর উপজেলা উদযাপন পরিষদ এর তথ্য মতো ১১৮টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। এই পূজা নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রতিটি মণ্ডপে সার্বিক বিষয় নিয়ে পূজা কমিটি একদিকে সার্বিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দেবী দুর্গার প্রতিমা তৈরি শিল্পীরা রংতুলি থেকে নিয়ে দেবীর সাজসজ্জা সম্পন্ন করেছে। একেইসঙ্গে সরস্বতী, লক্ষী, গনেশ, কার্তিককে নানা রঙে দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে তুলেছে।

এ বিষয়ে মৃৎশিল্পীরা জানান, আমাদের কাজ প্রায় শেষ, প্রতিমার রং থেকে সাজসজ্জা সম্পন্ন শেষ হয়েছে। এখন প্রতিমণ্ডপে নেওয়ার প্রহর গুণছি। যারা অর্ডার দিয়েছে তাদের বুঝিয়ে দিতে পারলে আমাদের কাজ সম্পন্ন হবে।

এ দিকে পৌরসদরস্ত ফটিকা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সভাপতি সুজন কুমার দে ও সাধারণ সম্পাদক বাপ্পু সেন জানান, আমাদের পূজা মণ্ডপে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এই বছর মহালয়া থেকে আমাদের মণ্ডপে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে, যা বিজয়া দশমী পর্যন্ত চলবে। নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে তদারকির জন্য আমাদের মণ্ডপে সিসিটিভির ক্যামরা ও নিজস্ব সেচ্ছাসেবকের থাকবে।

হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন অশোক কুমার নাথ জানান, গত বছরের তুলনায় এ বছর পূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রম তদারকি করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনর মাধ্যমে পূজার কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এরইমধ্যে পুলিশ, র‌্যাব, আনসার ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করি এই বছর সুন্দর, শান্তিপূর্ণভাবে মহা আনন্দে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারব।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, এই বছর পূজা মণ্ডপগুলো নিরাপত্তা জন্য প্রতিটি বিটের সঙ্গে মোবাইল টিম ব্যবস্থা থাকবে। ১১৮টি পূজা মণ্ডপের মধ্যে ৪০টি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ। যে মণ্ডপগুলো ঝুঁকিপূর্ণ সেইগুলো বিষয়ে অধিক নজরদারি থাকবে এবং পাশাপাশি বাকিগুলোতে আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার থাকবে। আশা করছি আমার থানাধীন পূজা উদযাপনে বিন্দু মাত্রা ত্রুটি থাকবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত