
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং এর উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় গত শুক্রবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা নিয়েছেন। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলা ক্যাম্পে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন। চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আট জনের একটি মেডিকেল টিম চার শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, চশমা ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে মোট ৪০০ জন চোখের রোগীকে চিকিৎসা এবং ৯৭ জন চোখের ছানি পড়া রোগী সনাক্ত হয়েছে। ১২ জন চোখের মাংস বৃদ্ধি রোগী সনাক্ত করা হয়। ছানি পড়া রোগীদের আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা প্রধানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।
চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা ৬৫ বছর বয়সি মংসানু মার্মা বলেন, আমার পক্ষে শহরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। এখানে এসে চশমা ও ওষুধ পেয়েছি। ডাক্তাররা বলেছেন, চোখে সমস্যা থাকলে বিনামূল্যে অপারেশনও হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি কেএস মং বলেন, একজন মানুষ নিজের চোখ দিয়ে যদি পৃথিবী দেখতে না পারে তাহলে হলে বেঁচে থাকাই মূল্যহীন। তাই চট্টগ্রামের চক্ষু চিকিৎসকরা রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এ রকম প্রতি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য ৬০ হাজার করে বরাদ্দ করেছেন চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল। চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডা. সৌমেন তালুকদার, ডা. শুভ চক্রবর্তী, ডা. জসিম উদ্দিন, তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা, আাদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক উছোমং মারমা, সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।